এসোসিয়েশনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচী
- এসোসিয়েশনের সদস্যগণের মধ্যে ঐক্য, সংহতি সৃষ্টি, সদস্যগণের অভিন্ন স্বার্থ, অধিকার ও সুবিধাদি সংরক্ষণ এবং ন্যায় ও আইন সংগত মর্যাদা রক্ষার ব্যবস্থা করা;
- আইন অনুযায়ী যে কোন সদস্যের চাকুরী সংক্রান্ত দাবীসমূহ ন্যায়নীতি, ন্যায্য অধিকার ও সহমর্মিতার ভিত্তিতে প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ এবং সদস্যগণের ব্যক্তি ও সমাজিক জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরণের উদ্যোগ যেমন আবাসিক, বাণিজ্যিক ইত্যাদি প্রকল্প গ্রহণ করা এবং বিভিন্ন সেবা প্রদান প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন করা;
- পেশাগত আলোচনা, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, প্রর্দশনী, শিক্ষামূলক ভ্রমন ইত্যাদি আয়োজন করা এবং বই, প্রকাশনা, গবেষণাপত্র মুদ্রন ও প্রকাশ করা;
- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং জাতীয় স্বার্থে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিদ্যার উন্নয়কল্পে সরকারের গৃহীত পদক্ষেপে প্রতিনিধিত্ব করা;
- এসোসিয়েশনের জন্য অফিস, পাঠাগার, খেলাধুলার ব্যবস্থাকল্পে জমি/প্লট সংগ্রহ/ক্রয়, বাড়ী নির্মাণ বা বাড়ী ভাড়া করা;
- এসোসিয়েশনের আইসিটি পেশাজীবীর চাহিদা পূরণ এবং দক্ষতা বৃদ্ধির জন্য আইসিটি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা;
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পেশার সহিত সংশ্লিষ্ট জাতীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন সংগঠনসমূহের কার্যক্রমে অংশ গ্রহণ এবং পেশাগত জ্ঞান বিনিময় করা;
- এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে চাঁদা, দান, সরকারি ও বেসরকারি অর্থ মঞ্জুরী, প্রশিক্ষণসহ বিভিন্ন বৈধ উৎস থেকে অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও যথোপযুক্তভাবে ব্যয় করা ও হিসাব রাখা;
- সদস্যবর্গের সাহায্যার্থে কল্যাণ তহবিল গঠন করা;
- সদস্যবর্গের কল্যাণার্থে যে কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা।
- উপরোক্ত ১-১০ নং উদ্দেশ্যাবলী বাস্তবায়নের নিমিত্তে যে কোন কার্যক্রম গ্রহণ করা।
পদবি |
কর্মরত জনবল |
১ সিস্টেম ম্যানেজার |
০ |
২ মুখ্য রক্ষণাবেক্ষণ প্রকৌশলী |
০ |
৩ সিনিয়র সিস্টেম এনালিস্ট |
৮ |
৪ সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী |
২ |
৫ সিস্টেম এনালিস্ট |
৩৩ |
৬ সিনিয়র প্রোগ্রামার |
৭ |
৭ অপারেশন ম্যানেজার |
০ |
৮ সহকারী সিস্টেম এনালিস্ট |
২ |
৯ প্রোগ্রামার |
৩৬ |
১০ কম্পিউটার অপারেশন সুপারভাইজর |
১ |
১১ রক্ষণাবেক্ষণ প্রকৌশলী |
৫ |
১২ সহকারী প্রোগ্রামার |
৪৬ |
১৩ সিনিয়র কম্পিউটার অপারেটর |
০ |
১৪ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী |
২০ |
এই এসোসিয়েশন একটি পেশাগত, শিক্ষা ও গবেষনামুলক, লাভহীন, অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই এসোসিয়েশন সর্ব প্রকার ব্যক্তি স্বার্থের উর্দ্ধে কাজ করিবে।